আজকের তারিখ : জুলাই ৩, ২০২৫, ৫:৩২ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ১৬, ২০২৪, ২:৫২ পি.এম
মহম্মদপুরে সাবেক এমপিসহ ১৭২ নেতা-কর্মীর নামে হত্যা মামলা

মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য বীরেন শিকদার এবং তার ভ্রাতা বীমল শিকদারসহ ১৭২ জন নেতাকর্মীর বিরুদ্ধে মাগুরার মহম্মদপুর থানায় মামলা হয়েছে। ১৫ আগষ্ট বৃহস্পতিবার রাতে এই মামলা দায়ের করা হয়।
গত ৪ আগস্ট দুপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মহম্মদপুর থানার সামনে সুমন নামে একজনকে গুলি করে হত্যার ঘটনায় এ মামলা করা হয়।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুর দাস মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রীপুর বালিদিয়া গ্রামের বাসিন্দা কান্নু রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আসামিদের মধ্যে মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতিও সাধারন সম্পাদক রয়েছেন। মামলায় মোট ১৭২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আসামি হিসেবে অতিরিক্ত ৫০০ থেকে ৬০০ অজ্ঞাতনামা ব্যক্তিকে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha