আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ৯:৫১ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ১২, ২০২৪, ৩:৪০ পি.এম
কাঠালিয়ায় বিএনপি নেতার সভাপতি পদ স্থগিত

৫ ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তেমনি কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়, আওয়ামী লীগের অফিস সহ বিভিন্ন নেতা কর্মীদের ব্যক্তিগত অফিস।
তার সুযোগ নিয়ে শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুর আলম সেন্টারের হাটে ব্যাপক ভাঙচুর চালায়, স্থানীয় ইউপি সদস্য সৈয়দ আব্দুল কাইয়ুমের ব্যক্তিগত অফিস ও দোকানপাট।
সৈয়দ আব্দুল কাইয়ুম বলেন আমি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করি বর্তমানে ইউনিয়ন বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছি। তিনি বলেন, শামসুল আলম আমার সাথে ব্যক্তিগত মতবিরোধের জেরে আমার অফিস ঘর ও দোকানপাট ভাঙচুর করেও অগ্নিসংযোগ চালায় তাতে আমার পাঁচ লক্ষ টাকার উপরে ক্ষতি হয়, এছাড়াও তার কাগজপত্র ও জমি জমার দলিল সহ ঠিকাদারী সকল কাগজপত্র পুরিয়ে ফেলা হয়।
বিষয়টি কাঠালিয়া উপজেলা বিএনপি'র সভাপতি ও সাধারণ সম্পাদকের নজরে আসলে তারা শৌলজালিয়া ইউনিয়নের সভাপতি শামসুল আলম কে তার সভাপতি পদ থেকে স্থগিত করে এবং জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি বিএনপি'র কোন সাংগঠনিক কার্যক্রম করতে পারবে না।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha