আজকের তারিখ : জুলাই ১৩, ২০২৫, ৮:৫৮ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ১০, ২০২৪, ৮:৫৮ পি.এম
গোপালগঞ্জে সড়কে বিক্ষোভ, গুলিবিদ্ধ শিশু, সেনাবাহিনীর গাড়িতে আগুন

গোপালগঞ্জে সড়ক আটকে সদ্য পদত্যাগ করে দেশ ত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে উত্তেজিত জনতার সাথে বাক-বিতণ্ডায় জড়ায়।
এক পর্যায়ে আন্দোলনকারীরা সেনাবাহিনীকে লক্ষ করে ইট পাটকেল ছুড়লে কমপক্ষে ৫ সেনা সদ্স্য আহত হয়। এ সময় সেনা সদস্যরা পাল্টা গুলি ছুঁড়লে আন্দোলনকারীদের মধ্যে থাকা ১০বছরের শিশু সহ দুজন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ শিশু নিজাম কান্দি গ্ৰামের শফি কাজীর ছেলে নুর কাজী। পরে উত্তেজিত জনতা সেনাবাহিনীর একটি অস্ত্র ছিনিয়েনেয় এবং গাড়িতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।
পরে অস্ত্রটি গোপিনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরিফ আমিনুল হক লাচ্চুর কাছে ফিরিয়ে দেয়।
জানা যায়, শনিবার (১০ আগস্ট) বিকাল তিনটার সময় গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আন্দোলন-সংগ্রাম গড়ে তোলার লক্ষ্যে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু করে। খবর পেয়ে বিকাল ৪ টার সময় সেনাবাহিনী একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের রাস্তা থেকে সরে যেতে বলেন, এ সময় আন্দোলনকারীদের সাথে সেনা সদস্যদের কথা কাটাকাটি হয়। পরে ইট পাটকেল ছোড়া, গুলি করা সহ গাড়ি পোড়ানোর ঘটনা ঘটে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha