আজকের তারিখ : জানুয়ারী ১৩, ২০২৫, ৩:০৬ পি.এম || প্রকাশকাল : অগাস্ট ৬, ২০২৪, ৭:৪৩ পি.এম
রাজশাহীতে বিএনপির বিভাগীয় সংবাদ সম্মেলন
রাজশাহী বিএনপি'র দলীয় কার্যালয়ে রাজশাহী জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে রাজশাহীতে চলমান অনাকাংখিত বিচ্ছিন্ন ঘটনা ও সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। জানা গেছে, ৬ আগষ্ট মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন অর রশিদ মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘ সতের বছর বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতা অর্জন করেছে। ফ্যাসিস্ট, হায়নারুপি জালিম সরকারের কবল থেকে ছাত্ররা দেশকে রক্ষা করেছেন। বাংলাদশেকে পুণঃরায় স্বাধীন করতে প্রায় দেড়শতাধিক শিক্ষার্থী শহীদ হয়েছেন। সেই সঙ্গে শহীদ হয়েছেন অন্যান্য জনগণ। তিনি সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতের দ্রুত সুস্থতা কামনা করেন। এছাড়াও তিনি শহীদ সকল পরিবারের প্রতি সমবেদনা জানান।
তিনি বলেন, দেশে স্বাধীন হয়েছে। এই স্বাধীন দেশে আর কোন প্রকার রাহাজানী ও লুটপাত করতে দেয়া হবে না। গতকাল সোমবার বাকশালী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে দেশের সকল মানুষ আনন্দ উল্লাসে ফেটে পরেন। দেশবাসী সবাই রাস্তার নেমে আসেন এবং আনন্দ করেন। এই ফাঁকে কিছু দুস্কৃতিকারী এই ডামি সরকারের সন্ত্রাসীরা বিএনপিসহ স্বাধীনতাকামী শিক্ষার্থীদে মধ্যে মিশে তারা সন্ত্রাসী ও লুটপাট করছে। বিএনপি এটা সমর্থন করেনা বলে উল্লেখ করেন তিনি। এই লুটপাট রুখতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি ।
আইন কারো হাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি খুনের বিচার হবে। যারাই দোষী হবে তাদেরকেই বিচারের আওতায় আনা হবে। এজন্য তিনি আবারও সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। সেই সঙ্গে প্রতি গ্রামে গ্রামে এবং শহরে এ বিষয়ে মাইকিং করার পরামর্শ দেন তিনি।
এদিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি ও সদস্য দেবাশিষ রায় মধু, রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, ওয়ালিউল হক রানা, আসলাম সরকার, জয়নাল আবেদিন শিবলী, বজলুল হক মন্টু, জেলা বিএনপি’র সদস্য রায়হানুর আলম রায়হান, গোলাম মোস্তফা মামুন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, সদস্য সচিব আরফিন কনক, কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সাম্পাদক আল-আমিন সরকার টিুট, মহানগর কৃষক দলের আহ্বায়ক সরফুজ্জামান শামীম ও মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি প্রমুখ।
এছাড়াও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha