আজকের তারিখ : মে ১১, ২০২৫, ৩:৩০ এ.এম || প্রকাশকাল : অগাস্ট ৫, ২০২৪, ১০:৩২ পি.এম
নাগেশ্বরীতে আনন্দ মিছিল ও শোভাযাত্রা

সেনাপ্রধানের বক্তব্যের পর সারাদেশের মতো নাগেশ্বরীতেও আনন্দ মিছিল ও শোভাযাত্রা করেছে কোটা আন্দোলনকারী শিক্ষার্থী। এ সময় তাদের শিক্ষার্থীদের অভিভাবকসহ বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দল এবং সর্বস্তরের জনগণ রাজপথে নেমে আসেন।
সোমবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার পর নাগেশ্বরী ডিএম স্কুল থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়ে বাসস্ট্যান্ড ঘুরে মহিলা কলেজ প্রদক্ষিণ করে ডিএম স্কুলে শেষ হয়।
এ ছাড়াও খণ্ড খণ্ড মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করতে দেখা যায় আনন্দ উল্লাস করা সাধারণ শ্রেণি পেশার মানুষকে।
আনন্দ শোভাযাত্রা করার সময় আন্দোলনকারীরা আনন্দ উল্লাসের পাশাপাশি জাতীয় সঙ্গীত ও দেশাত্ববোধক গান পরিবেশন করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha