আজকের তারিখ : মে ১৪, ২০২৫, ৭:০১ এ.এম || প্রকাশকাল : জুলাই ৩১, ২০২৪, ৭:৫৯ পি.এম
বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৩৯৭ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব- ৬ যশোর ক্যাম্পের সদস্যরা। আটক মাদক কারবারির নাম তুহিন হোসেন। সে বেনাপোল বন্দর থানার অর্ন্তগত পুটখালী (পশ্চিমপাড়া) গ্রামের সামসুজ্জামানের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার (৩০ জুলাই) রাত আড়াইটার পর র্যাবের নিকট খবর আসে বেনাপোল বন্দর থানার পুটখালী ইউনিয়নের পুটখালী গ্রামের জনৈক আজগর আলীর আমবাগানের উত্তর পাশে ইছামতী নদীর দক্ষিণ পাড়ে কয়েকজন মাদক কারবারি ফেনসিডিলের চালান মজুদ করে রেখেছে।
এ সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দুটি বস্তায় ৩৯৭ বোতল ফেনসিডিলসহ তুহিন হোসেনকে গ্রেফতার করে র্যাব- ৬ যশোর। পরে তাকে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দেয়া হয়েছে। বেনাপোল বন্দর থানা পুলিশ আসামি তুহিন হোসেনকে বুধবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha