"ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এই পতিপাদ্যকে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় 'জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪' উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তর এর আয়োজনে পোনমাছ অবমুক্তকরণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১শে জুলাই) সকাল ৯ টার দিকে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর পুকুরে পোনামাছ অবমুক্তকরণ ও উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাজু চৌধরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফ হোসেন (আলিম)। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় মৎস্য চাষীরা ও স্থানীয় সাংবাদিক বৃন্দ প্রমূখ।
মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম নিয়ে আলোচনা করেন বক্তারা। এছাড়াও উপজেলার প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষিদের নিয়ে তাদের বিভিন্ন ধরনের পরামর্শ প্রদান করেন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। জাতীয় মৎস্য সপ্তাহে যে সকল কার্যক্রম হাতে নেয়া হয়েছে তার বিস্তারিত বর্ননাও তুলে ধরা হয়েছে।
আলোচনা সভা শেষে অতিথিরা উপজেলার তিন ক্যাটাগরিতে তিন জন মৎস্য চাষীকে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য ক্রেস্ট প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha