আজকের তারিখ : মে ১৩, ২০২৫, ৫:৪১ পি.এম || প্রকাশকাল : জুলাই ২৯, ২০২৪, ১১:৩১ পি.এম
ভেড়ামারায় হাজী নান্না বিরিয়ানি হাউজ এর শুভ উদ্বোধন

কুষ্টিয়ার ভেড়ামারায় আজ বিকেলে শহরের প্রাণকেন্দ্রে জনতা ব্যাংকের নিচে পুরান ঢাকার ঐতিহ্যবাহী হাজী নান্না বিরিয়ানি হাউজ এর ২য় শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। নান্না বিরিয়ানি হাউজ এর শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু বলেন, অত্র প্রতিষ্ঠানের জন্য শুভ কামনা রইল সেই সাথে পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং খাবারের গুনগত মান উন্নত রাখার পরামর্শ প্রদান করেন। একই তেলের বার বার ব্যবহার এবং ভেজাল সম্পর্কে সতর্কতা প্রদান করেন।
হাজী বিরিয়ানি হাউজ এর স্বত্বাধিকারী আবুল কালাম আজাদ বলেন, সুন্দর মনোরম পরিবেশে স্ব-পরিবারে বসার পরিবেশ রয়েছে। এখানে বিরিয়ানি, কাচ্চি, বাসমতী চাউলের বিরিয়ানিসহ হালিম, বোরহানিসহ নানা ধরনের বাহারি খাবারের সুব্যবস্হা রয়েছে।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, সমাজ সেবা কর্মকর্তা ইমদাদুল হক বিশ্বাস, জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, বিআরডিবি কর্মকর্তা জহির উদ্দিন, ভেড়ামারা সরকারি কলেজ এর শরীর চর্চা শিক্ষক জাহাঙ্গীর হোসেন জুযেল, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, বিজিএম কলেজের প্রভাষক সাংবাদিক সাইফুল ইসলাম, ভেড়ামারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহ-সভাপতি ফয়জুল ইসলাম মিলন, হেলাল মজুমদার, দপ্তর সম্পাদক জাহিদ হাসান, নির্বাহী সদস্য ইসমাইল হোসেন বাবু, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জাকির হোসেন মিথুন, ধর্মীয় সম্পাদক হাফেজ সাজ্জাদ হোসেন, টিটো, রাকিব, সোহান, সাবিত, রাকিব-২ প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha