আজকের তারিখ : জুলাই ১৭, ২০২৫, ৯:৩০ পি.এম || প্রকাশকাল : জুলাই ১৭, ২০২৪, ৪:৫৯ পি.এম
গোয়ালন্দে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল অনুষ্ঠিত

পবিত্র আশুরা উপলক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া খানকা শরীফ ও ইমাম বাড়ার শরীফের আয়োজনে পৃথক তাজিয়া মিছিল (শোক র্যালী) অনুষ্ঠিত হয়েছে।
১৭ জুলাই বুধবার সকাল ৯ ঘটিকায় গোয়ালন্দ ইমাম বাড়া শরিফ থেকে বিশাল এক তাজিয়া মিছিল বের হয়ে উপজেলা কোর্ট চত্বর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সকাল ১০ টা ১১ মিনিটে দৌলতদিয়া খানকা শরীফ থেকে বিশাল তাজিয়া মিছিল বের হয়ে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়ক দিয়ে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় খানকা শরীফে এসে শেষ হয়।
শোক র্যালীতে রাজবাড়ী ও পাবনা জেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা ভারতের পশ্চিম বঙ্গের মেদিনীপুর জেলার আঞ্জুমান-ই কাদেরিয়া তরিকার অনুসারী হাজার হাজার ভক্ত শোক র্যালিতে অংশ নিয়ে রাসুলুল্লাহ (সাঃ) দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা:) নামে নানা ধরনের স্লোগান ও মাতাম করতে থাকে।
শোক র্যালিতে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা দৌলতদিয়া আঞ্জুমান-ই- কাদেরিয়া খানকা শরীফের সভাপতি মুক্তার হোসেন বেপারী, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন শেখ, কোষাধ্যক্ষ ফজলুল হক, ইমাম বাড়া শরিফের সভাপতি মাহাজুজ আলম চৌধুরী নাসিম, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সহ আঞ্জুমান-ই-কাদেরীয়ার বিপুল সংখ্যক ভক্ত-মুরীদান এই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করেন।
এছাড়া মানিকগঞ্জের গড়পাড় দরবার শরীফের কাদেরিয়া চিশতিয়া তরিকার ভক্ত-মুরীদানরা তাজিয়া শোক মিছিল মিলাদ মাহফিল ও দোয়া-দরুদের মাধ্যমে দিনটি পালন করে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha