আজকের তারিখ : নভেম্বর ২৫, ২০২৪, ৪:১৪ পি.এম || প্রকাশকাল : জুলাই ১৬, ২০২৪, ১০:১০ পি.এম
প্রথিতযশা সাংবাদিক শামছুর রহমান কেবলের হত্যাবার্ষিকী পালিত
গভীর শ্রদ্ধায় যশোরের প্রথিতযশা সাংবাদিক নিহত শামছুর রহমান কেবলের ২৪তম হত্যাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৬ জুলাই) দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে সাংবাদিকরা। সাংবাদিকদের এসব কর্মসূচির মধ্যে ছিল বুকে কালোব্যাজ ধারণ, কবর জিয়ারত, দোয়া ও স্মরণ সভা।
সকাল সাড়ে দশটায় প্রেসক্লাব যশোর থেকে সাংবাদিকরা বুকে কালোব্যাজ ধারণ করে কারবালা কবরস্থানে যান। তারা নিহত সাংবাদিক শামছুর রহমান কেবলের কবরে ফুলেল শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন করে প্রেসক্লাব যশোর, যশোর সংবাদপত্র পরিষদ, যশোর সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন যশোর জেলা শাখাসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। পরে কারবালা চত্বরে এক মিনিট নিরবতা পালন ও শামছুর রহমান কেবলের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন প্রেসক্লাব যশোরের সদস্য সাংবাদিক এসএম সোহেল।
পরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের সদস্যসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মাহফিলে মরহুম সাংবাদিক শামছুর রহমান কেবলের বিদেহী রুহয়ের শান্তি কামনা করা হয়। এসব কর্মসূচিতে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সহ- সভাপতি নুর ইসলাম, ওহাবুজ্জামান ঝন্টু, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমানসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দ গত ২৪ বছরেও সাংবাদিক কেবল হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
উল্লেখ্য, যশোরের প্রথিতযশা সাংবাদিক শামছুর রহমান কেবল ২০০০ সালের ১৬ জুলাই রাতে নিজ কর্মস্থল 'দৈনিক জনকণ্ঠ' পত্রিকার যশোর অফিসে কর্মরত অবস্থায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন। দীর্ঘ দুই যুগেও মামলাটির বিচার না হওয়ায় ক্ষুব্ধ যশোরের সাংবাদিক সমাজ ও নিহতের পরিবার।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha