ফরিদপুরের বোয়ালমারীতে কোটা সংস্কার আন্দোলনের নামে সারাদেশে নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতিহত ও অপ-রাজনীতির মূল হোতাদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল সাড়ে চারটার দিকে উপজেলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শতাধিক বীরমুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন।
এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রশিদ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কে এম জহুরুল হক জহুর প্রমুখ।
বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা কোটা বাতিলের নামে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের বিকৃতি করে ও কোটা নিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করে একটি চক্র অপ-রাজনীতি ও জনভোগান্তি সৃষ্টি করছে। রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে স্বাধীনতা সংগ্রামের পরাজিত শক্তি জামায়াত বিএনপি এখন কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে অপ-রাজনীতি করে ঘোলা জলে মাছ শিকারের চেষ্টা করছে।
মুক্তিযোদ্ধাদের সম্মান ভূলুন্ঠিত করতে তারা একাট্টা হয়েছে। স্বাধীন বাংলার মাটিতে দাঁড়িয়ে তারা নিজেদের রাজাকার পরিচয় দিচ্ছে, যা মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের জন্য লজ্জার।
এ আন্দোলনের মূল হোতাদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিও জানান তারা। মানববন্ধন শেষে একটি মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হাসান চৌধুরীর কার্যালয়ে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন মুক্তিযোদ্ধাগণ।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha