আজকের তারিখ : নভেম্বর ২৮, ২০২৪, ৩:৩৮ পি.এম || প্রকাশকাল : জুলাই ১৪, ২০২৪, ৬:৩২ পি.এম
ভোক্তা অধিকারের তদারকিতে প্রতি মন পেঁয়াজে দাম কমেছে ৩০০ টাকা
ফরিদপুর সালথায় ভোক্তা অধিকারের তদারকিতে প্রতি মন পেঁয়াজে দাম কমেছে ৩০০ টাকা। এর অংশ হিসেবে আজ, রবিবার
সালথা উপজেলার ঠেনঠেনিয়া পেঁয়াজ আড়তে প্রতি মন পেঁয়াজ ৩৭০০-৩৮০০ টাকা দরে বিক্রি হয়। যা গত শুক্রবার ছিল ৪১০০-৪২০০ টাকা। মন প্রতি পেঁয়াজের দাম প্রায় ৪০০ টাকা কমেছে।
প্রতি কেজি পেঁয়াজ কৃষক পর্যায়ে ৯২-৯৫ টাকা দরে বিক্রি হয়। পাকা ক্রয়-বিক্রয় রশিদ ও মূল্য তালিকা না থাকার অপরাধে মেসার্স হায়দার ট্রেডার্স, মেসার্স মোল্ল্যা ট্রেডার্স ও মেসার্স শরিফ এন্টারপ্রাইজকে ২০০০ টাকা করে মোট ৬০০০ টাকা জরিমানা আরোপ করা হয়।
পাকা ক্রয়-বিক্রয় রশিদ নিশ্চিত সহ যৌক্তিক মূল্য পেঁয়াজ ক্রয়-বিক্রয় করার নির্দেশনা দেয়া হয়েছে। এ সময় জেলা ও উপজেলা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ এবং আড়ত ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha