আজকের তারিখ : এপ্রিল ৭, ২০২৫, ৮:২৭ এ.এম || প্রকাশকাল : জুলাই ১১, ২০২৪, ৩:১৭ পি.এম
বোয়ালমারীতে নবাগত ইউএনওকে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ফরিদপুরের বোয়ালমারীতে নবাগত ইউএনওকে বরণ করে নিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করেছেন। বৃহস্পতিবার বেলা এগারোটায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
নবাগত যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরীকে এসময় ফুল দিয়ে বরণ করে নেন বীরমুক্তিযোদ্ধাগণ। এর আগে তিনি বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে সিনিয়র সহকারি সচিব হিসেবে কর্মরত ছিলেন। তানভীর হাসান চৌধুরী ৩৫ তম বিসিএস (প্রশাসন) ব্যাচের কর্মকর্তা। তিনি ফেনী জেলার সম্ভ্রান্ত পরিবারের সন্তান। কর্মজীবনে তিনি প্রথমে সহকারি কমিশনার ভূমি হিসেবে দায়ীত্ব পালন করেন। ৯ জুলাই তিনি জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদারের কাছ থেকে দায়ীত্বভার গ্রহণ করেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সদ্য সাবেক কমান্ডার অধ্যক্ষ আব্দুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মো. গোলাম রব্বানী সোহেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল প্রমুখ। এসময় বীরমুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha