আজকের তারিখ : নভেম্বর ২২, ২০২৪, ১১:৪৪ এ.এম || প্রকাশকাল : জুলাই ৯, ২০২৪, ৮:৪৬ পি.এম
মুকসুদপুরে শত্রুতার জেরে আড়াই লাখ টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগ
গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে পূর্ব শত্রুতার জের ধরে বাগানের আড়াই লাখ টাকা মূল্যের প্রায় ৬০/৭০ টি গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চন্ডবর্দী গ্রামের মৃত সাহাদাত সরদারের স্ত্রী আসমা হোসেন এর প্রভাকরদী গ্রামে প্রায় ৬ বিঘা জমিতে বিভিন্ন প্রজাতির আম গাছের বাগান রয়েছে। আসমা হোসেনের দেবর, একই গ্রামের মৃত মহিউদ্দিন সরদারের ছেলে লিয়াকত সরদারের সাথে পারিবারিক বিরোধ চলছিল। আসমা হোসেন ঢাকায় বসবাস করেন। গ্রামের বাড়িতে কেউ না থাকার সুযোগে লিয়াকত সরদার বাগানের আড়াই লাখ টাকা মূল্যের প্রায় ৬০/৭০ টি গাছ কেটে বিক্রি করে দেন।
এ বিষয়ে গত সোমবার (৮ জুলাই) আসমা হোসেন বাদী হয়ে, দেবর লিয়াকত সরদার এবং তার স্ত্রী বিলকিছ বেগম দু'জনকে আসামি করে মুকসুদপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত লিয়াকত সরদারের সাথে কথা বলার জন্য মুঠোফোনে বার বার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।মুকসুদপুর থানার ওসি মোঃ আশরাফুল আলম জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha