শনিবার (৬ জুলাই) বেলা ১১টায় জাতির পিতার শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া (জিটি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন। এ সময় "এসো বঙ্গবন্ধুকে জানি" শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন ও শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। এছাড়াও প্রধানমন্ত্রী দুপুর ১২টার সময় নবনির্মিত টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করেন। এরপর বিকেল ৪টায় টুঙ্গিপাড়া থেকে সড়কপথে গণভবনের উদ্দেশে রওনা করেন।
এর পূর্বে বঙ্গবন্ধুকণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (৫ জুলাই) মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে আয়োজিত পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের সুধী সমাবেশে অংশ নিয়ে ভাষণ দেন। সমাবেশ শেষে মাওয়া থেকে বিকেল ৫ টায় সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।