ফরিদপুর- বরিশাল মহাসড়কের নগরকান্দার পুকুরিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলে পিকআপের চালক ও সহকারি নিহত ও কমপক্ষে ১০ জন বাস যাত্রী আহত হয়েছেন। শুক্রবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপের চালক পাবনা জেলা সদরের আকাই প্রামানিকের পুত্র রাজু প্রামাণিক (২৫) ও তার সহকারী একই এলাকায় রওশন আলীর পুত্র সুমন (৩০) বলে পুলিশ সূত্রে জানা গেছে। বাসটি পিকআপকে চাপা দেওয়ার কারণে পিকআপের চালক মৃত অবস্থায় গাড়ির ভিতর আটকা পড়ে।
উদ্ধার কাজে ঘটনা স্থলে নগরকান্দা ও ভাঙ্গা ফায়ার সার্ভিস এবং ভাঙ্গা হাইওয়ে পুলিশ একত্রে কাজ করে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী জানান, দুপুরের পর ফরিদপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটা বাস ও ফরিদপুর গামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয় । এ সময় বাস ও পিকাআপের সামনের অংশ সম্পূর্ণ দূমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার সময় বাস- পিকআপ ছিটকে গিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। এ ঘটনায় ভাঙ্গা অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha