আজকের তারিখ : মে ১৪, ২০২৫, ৫:০৬ পি.এম || প্রকাশকাল : জুলাই ৪, ২০২৪, ৮:৫৭ পি.এম
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় মুরাদ খান নামক এক মোটরসাইকেল চালক মৃত্যুবরণ করেছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় ফরিদপুর জেলার নগরকান্দা থানাধীন মানিকনগর মহিলা রোড তোফাজউদ্দিন ফিলিং স্টেশন এর সামনে ভাঙ্গা ফরিদপুর রাস্তার উপর এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, জনৈক মুরাদ খান, পিতা মান্নান খান ফরিদপুর থেকে মোটরসাইকেল করে শাকপালদিয়া বাড়ি যাওয়ার পথে তার ব্যবহৃত মোটরসাইকেল ডিসকভার, যার রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো- হ-৬২-০৩৮০ নগরকান্দা থানার মানিকনগর তোফাজউদ্দিন ফিলিং স্টেশন এর সামনে পৌছলে পিছন দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি ড্রাম ট্রাকের চালক দ্রুত ও বেপরোয়া গতিতে ট্রাক চালিয়ে মোটরসাইকেলটিকে ওভারটেক করার সময় পিছনের চাক্কার নিচে ফেলে দিলে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং ট্রাকটির ড্রাইভার দ্রুত গতিতে ট্রাক চালিয়ে পালিয়ে যায়।
তাৎক্ষণিকভাবে সংবাদ পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ এবং নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ হেফাজতে নেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha