কুষ্টিয়ার ভেড়ামারায় আমিরুল ইসলাম (৬৫) নামের এক স্কুল শিক্ষকের রহস্য জনক মৃত্যু হয়েছে। হত্যা না আত্মহত্যা এনিয়ে চলছে এলাকায় নানান গুঞ্জন। এ ঘটনার পর দ্বিতীয় স্ত্রী তাছলিমা খাতুন ও ছেলে লিমন কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে এসেছে পুলিশ।
নিহত স্কুল শিক্ষক উপজেলার চাঁদগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও আট মাইল খাদেমপুর গ্রামের মৃত: আকমল হোসেনের ছেলে আমিরুল ইসলাম।
নিহতের স্ত্রী তাছলিমা খাতুন, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ জুন) রাত ৯টার দিকে স্কুল শিক্ষকের সাথে স্বামী-স্ত্রীর কথাকাটা কাটি হয়। অত:পর ভোর রাতে নিজ বাড়ি উপজেলার পৌর চাঁদগ্রাম ৯নং ওয়ার্ডে দক্ষিণ রেলগেট পাড়া রুমের মধ্যে থেকে শিক্ষক আমিরুলের লাশ উদ্ধার করে ভেড়ামারা থানা পুলিশ।
নিহতের ছেলে সকিবুল ইসলাম লিমন বলেন,বাবার সাথে আমার সৎ মা’র নানা বিষয় নিয়ে রাতে কথা কাটকাটি হয়। একপর্যায়ে বাবা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় না। ভোর ৫টার সময় বাবার মোবাইল থেকে আমাকে জানায় সে মারা গেছে। বাবার মৃত্যু খবর থানায় জানালে পরে পলিশ গিয়ে লাশ উদ্ধার করে । এস আই আবু তাহের লাশের সূতহাল রিপোর্ট লেখার সময় নিহত আমিরুলের গলায় রশির দাগ ও আঙ্গলে দারা ক্ষত চিহৃ দেখতে পাই। তাতে অনেকেই মনে করছে শিক্ষকের রহস্যজনক মৃত্যু।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, অবসরপ্রাপ্ত এক স্কুল প্রধান শিক্ষকের লাশ নিজ বাড়ি দক্ষিণ রেলগেট পাড়া থেকে উদ্ধার করা হয়েছে। শুনেছি স্বামী-স্ত্রীর রাতে ঝড়গা হয়েছে এবং ভোর রাতেই শিক্ষক আমিরুলের মৃত্যুদেহ ঘর থেকে উদ্ধার করা হয়েছে।
বিষয়টি তদন্তের জন্য দ্বিতীয় স্ত্রী তাছলিমা ও তার ছেলে লিমনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য আজ শনিবার বিকেলে কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ থানায় দায়ের করেনি। ময়নাতদন্তের পর এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha