আজকের তারিখ : নভেম্বর ২৫, ২০২৪, ১২:৩৪ পি.এম || প্রকাশকাল : জুন ২৭, ২০২৪, ৫:৪৯ পি.এম
মুকসুদপুরে চরম বিদ্যুৎ বিভ্রাট, জনজীবন অতিষ্ঠ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় অতিমাত্রায় লোডসেডিং এর কারনে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির মুকসুদপুর জোনাল অফিসে অভিযোগ করেও প্রতিকার মিলছে না।
এলাকাবাসী জানান, মুকসুদপুর উপজেলায় প্রতিদিনই ৩/৪ ঘন্টা বিদ্যুৎ থাকে না। এতে নষ্ট হচ্ছে ফ্রিজে রাখা সব খাবার। তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় মাসের পর মাস পোলট্রি খামারীরা তাদের ব্যবসায় লোকসান গুনছেন। বৃদ্ধি পেয়েছে ব্রয়লার মুরগীর দাম। ক্ষতিগ্রস্থ হচ্ছেন মৎস চাষী, ব্যাটারী চালিত অটো রিক্সা, ভ্যান চালকসহ ছোট ও মাঝারী সাইজের কারখানা মালিকগণ। হ্রাস পাচ্ছে উৎপাদন, বৃদ্ধি পেয়েছে যানবাহনের ভাড়া ও পরিবহণ ব্যয়। চিকিৎসা সেবায় দেখা দিয়েছে অব্যবস্থাপনা। নারী, শিশু, বয়োজ্যেষ্ঠ রোগীসহ সাধারণ মানুষ তীব্র গরমে অতিষ্ট হয়ে মানবেতর জীবনযাপন করছেন।
এ বিষয়ে মুকসুদপুর জোনাল অফিসের ডিজিএম তুষার আহম্মেদ মুঠোফোনে জনান, রামপাল বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন কম হওয়ায় এ লোডশেডিং। লোডশেডিং বিড়ম্বনার স্থায়ী সমাধান হবে কিনা জানতে চাইলে তিনি এর কোন জবাব দিতে পারেননি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha