আজকের তারিখ : জানুয়ারী ১৬, ২০২৫, ২:০১ এ.এম || প্রকাশকাল : জুন ১৩, ২০২৪, ৫:৪৬ পি.এম
তানোরে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু
রাজশাহীর তানোরে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় তানোর থানায় পৃথক ৩টি ইউডি মামলা করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, গত ১৩ জুন বৃহস্প্রতিবার সকালে তানোর পৌর সদরের প্রফেসারপাড়া মহল্লায় নির্মানাধীন বিল্ডিং এর কাজ করার সময় পড়ে গিয়ে রাজমিস্ত্রী বনকেশর গ্রামের মৃত সানাউল্লাহর পুত্র সমশের আলীর (৪০)' মৃত্যু হয়েছে।
অপরদিকে গত বুধবার দিবাগত রাতে নিজ বাড়ির পরিত্যক্ত ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে সরনজাই ইউপির সংরক্ষিত নারী সদস্য দোলন চাপার স্বামী ও সরনজাই খাঁ পাড়া গ্রামের মৃত খোকনের পুত্র মুনসুর আলী(৬৫)।
অন্যদিকে গত বৃহস্প্রতিবার সকালে বাড়ির পার্শ্বের পুকুরে পড়ে তানোর পৌর সদরের গুবির পাড়া মহল্লার মৃত মাসুদ রানার স্ত্রী রোজী বেওয়ার (৪০) মৃত্যু হয়েছে।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, এসব পৃথক পৃথক মৃত্যুর ঘটনায় তানোর থানায় পৃথক ৩টি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। কোন বিষয়ে কারো কোন অভিযোগ না থাকায় লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে দাফনের অনুমতি দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha