আজকের তারিখ : এপ্রিল ১৯, ২০২৫, ৮:৪৮ এ.এম || প্রকাশকাল : জুন ১০, ২০২৪, ৮:২৭ পি.এম
কামড়ে স্বামীর জিহবা ছিঁড়ে ফেললেন স্ত্রী

যশোরের চৌগাছায় স্বামী সোহাগ হোসেনের (২৫) জিহ্বা কামড়ে ছিঁড়ে ফেলেছেন তার স্ত্রী সীমা খাতুন। পারিবারিক কলহের জেরে স্ত্রী ক্ষুব্ধ হয়ে স্বামীর জিহ্বা কামড়ে ছিঁড়ে দেন। সোমবার (১০ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সোহাগকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোহাগ চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
আহত সোহাগের স্বজনরা জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরে সোমবার সোহাগ ও তার স্ত্রী সীমার মধ্যে গোলযোগ হয়৷ এ সময় সীমা ক্ষুব্ধ হয়ে সোহাগের জিহ্বায় কামড় দিয়ে অর্ধেকের বেশি ছিঁড়ে আলাদা করে ফেলেন। তার চিৎকারে বাড়ির লোকজন সোহাগকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। এ সময় দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।
যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসকরা জানান, জিহ্বা কেটে যাওয়ায় সোহাগ ঠিকমতো কথা বলতে পারছেন না। সোহাগ আর কখনোই জিহ্বা ফিরে পাবে না। তবে তিনি শঙ্কামুক্ত। তাকে সব ধরণের চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha