আজকের তারিখ : জুলাই ১৫, ২০২৫, ৬:৪৭ এ.এম || প্রকাশকাল : জুন ৯, ২০২৪, ১০:৩৭ পি.এম
বাংলাদেশে কারাভোগ শেষে নিজ দেশে ফিরে গেলেন ৪ ভারতীয় নাগরিক

বাংলাদেশে তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরে গেলেন ৪ ভারতীয় নাগরিক। রবিবার (৯ জুন) দুপুর ২টার সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতের বনগাঁর পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।
ভারত ফেরত নাগরিকরা হলেন, সামন্তপুর জেলার বসরাঘাট থানার বেগুছড়া এলাকার বর্মাজি নানার ছেলে সুনীল কুমার সানি (৪৭), পিলিবিট জেলার গেজের আউলা থানার রামনগরিয়া গ্রামের কালু পালের ছেলে রাম পাল (৫০), পশ্চিমবঙ্গের পালরি গ্রামের বিক্রম পাঞ্জাবির ছেলে রাজকুমার (৫২) ও বিহার রাজ্যের পূর্ব চ্যাম্পারান জেলার মুসা ঘরোয়া এলাকার জগন্নাথ দাসের ছেলে মাহেন্দ্র দাস (৪৮)।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ২০২১ সালে অবৈধভাবে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তারা বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) হাতে আটক হয়। ওই সময় বিজিবি তাদের বিরুদ্ধে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করে। পরে পুলিশ তাদের আদালতে পাঠালে আদালত তাদের তিন বছর কারাদণ্ড দেন।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মজুমদার জানান, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে চার ভারতীয় নাগরিক তিন বছর কারাভোগের পর ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে দুপুরে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha