স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক - এই প্রতিপাদ্য সামনে রেখে শনিবার রাজবাড়ীর কালুখালী উপজেলায় ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদযাপন করা হয়েছে ।
দিবসটি পালন উপলক্ষে উপজেলা ভূমি অফিস বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে র্যালী বের হয় । র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ। সভায় সহকারী কমিশনার (ভূমি) মেহেরুন্নাহার, উপজেলা সমাজ সেবা অফিসার নাজমুল হাসান, জনস্বাস্থ্য প্রকৌশলী রিপন চন্দ্র শীল, মুক্তিযোদ্ধা আকামত আলী প্রমুখ বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫