নোয়াখালীতে ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের ভিটামিন ‘এ’ অভাবজনিত রাতকানা রোগের প্রাদুর্ভাব এক শতাংশের নিচে কমিয়ে আনা এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অপুষ্ঠিজনিত মৃত্যু প্রতিরোধ করার লক্ষ্যে নোয়াখালীতে আগামী ১ জুন (শনিবার) ৫ লাখ ৯১ হাজার ৯৯৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে।
গতকাল বৃহস্পতিবার (৩০ মে) সকাল ১০ টায় নোয়াখালী সিভিল সার্জন অফিসের সভাকক্ষে ভিটামিন-এ ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈমা নুসরাত জাবীন ।
সিভিল সার্জন জানান, আগামী ১জুন (শনিবার) জেলায় ২২৮৭টি কেন্দ্র ও ৪৫৭৪ জন সেচ্ছাসেবীর মাধ্যমে এই ক্যাম্পেইন চলবে। এ ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সি ৬৩,৭১৩ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫,২৮২৮৫ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ খাওয়ানো হবে।
কর্মশালায় সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুদ্দিন মাহমুদ, এম ও সিএস ডা. মো. সোহরাব হোসেন দাস সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রায় ৫০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha