সড়ক ও জনপথ (সওজ) বিভাগের ‘সড়ক নির্দেশিকায়’ বানানে ভুল দেখা গেছে। ভুলে ভরা নির্দেশিকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা হয়।
কুষ্টিয়ার মিরপুর পৌরসভার রাজাগলির গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের প্রধান খালের ওপর দিয়ে পারাপারে জন্য বাঁশের সেতুর একপ্রান্তে ভুলে ভরা নির্দেশিকা চোখে পড়ে। এই নির্দেশিকায় লেখা হয়েছে, ‘বাঁশের শোরু ব্রিজ ভাড়ি যানবাহন চলাচল নিষোধ; আদের্শক্রমে নির্বাহী প্রকৌশলী, সড়ক বিভাগ, কুষ্টিয়া।’
সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, পুরনো ব্রিজ ভেঙে নতুন করে প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ঈগল চত্বর সংলগ্ন ব্রিজ নির্মাণ কাজ করছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। তাই পথচারীদের চলাচলে বাঁশের সরু ব্রিজ তৈরি করে সওজ।
এ বিষয়ে কথা বলতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫