আজকের তারিখ : মে ১০, ২০২৫, ২:১৯ এ.এম || প্রকাশকাল : মে ২১, ২০২৪, ১২:১৩ এ.এম
নাটোরে চেয়ারম্যান প্রার্থীর প্রধান সমন্বয়কারীকে হাতুড়িপেটার অভিযোগ

নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এএসএম জাহাঙ্গীর হোসেন মানিকের (মোটরসাইকেল প্রতীক) প্রধান সমন্বয়কারী শহিদুল ইসলামকে হাতুড়িপেটার অভিযোগ উঠেছে আনারস প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে।
রবিবার (১৯ মে) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ফাগুয়ারদিয়ার ইউনিয়নের সাতশৈল গ্রামে এ ঘটনা ঘটে।
আহত শহিদুল ইসলামকে দেখতে নাটোর সদর হাসপাতালে যান নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদা শারমীন নেলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আহত মো. শহিদুল ইসলাম বলেন, ‘রবিবার গভীর রাতে (আনারস প্রতীকের) ৭/৮ জন কর্মী আমার বাড়িতে এসে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এসময় তারা আমার মাথায় ও শরীরে হাতুড়ি ও রড দিয়ে আঘাত করলে আমি রক্তাত্ত জখম হয়ে জ্ঞান হারিয়ে ফেলি। পরে আমার পরিবারের লোকজন আমাকে উদ্ধার করে নাটোর হাসপাতালে ভর্তি করেন।’
চেয়ারম্যান প্রার্থী এএসএম জাহাঙ্গীর হোসেন মানিক বলেন, ‘নির্বাচনের প্রচার কাজ শেষে রাতে বাড়ি ফেরেন শহিদুল ইসলাম। রাত ৩টার দিকে আনারস প্রতীকের প্রার্থী শরিফুল ইসলামের অনুসারীরা তার বাড়ির দরজা ভেঙ্গে ঘরে ঢুকে হাতুড়ি ও লোহার রড দিয়ে তার মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন গণতান্ত্রিক অধিকার। এ নির্বাচনে একটি পক্ষ প্রতিপক্ষ ব্যক্তির ওপর হামলা করবে এটা ঘৃণিত কাজ। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।’
তবে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলাম জানান, এ ঘটনার বিষয়ে তিনি কিছু জানেন না। রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করতেই এমন মিথ্যাচার করা হচ্ছে।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha