আজকের তারিখ : মে ১৬, ২০২৫, ৩:৫২ এ.এম || প্রকাশকাল : মে ২০, ২০২৪, ২:৫৬ পি.এম
কাল ভোট: আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে ভোট দিবেন- আলহাজ্ব রফিকুল আলম চুনু

আগামী ২১ মে তারিখে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভেড়ামারা উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে ভেড়ামারা উপজেলার ভোট কেন্দ্র সমূহে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেছেন আলহাজ্ব রফিকুল আলম চুনু। তিনি বলেছেন আগামীকাল ভোটকেন্দ্রে ভেড়ামারাবাসী উপস্থিত থেকে স্বতঃস্ফূর্তভাবে আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে ভোট দিবেন এবং আপনার পছন্দের প্রার্থীকে বিজয় করুন।
তিনি আজ সোমবার দুপুর ১২ ঘটিকায় ভেড়ামারা কোচষ্ট্যান্ড সংলগ্ন অফিসে সাংবাদিকদের সাথে নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে মতবিনিময় কালে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণবিধি ও সেই সাথে দলীয় নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
তিনি আরো বলেন, ভোট গ্রহণে নিয়োজিত কর্মকর্তা ও প্রশাসনকে সহযোগিতা করুন। আশা করি, সকলের সহায়তা পেলে প্রশাসন ভেড়ামারায় একটি শান্তিপূর্ণ অর্থবহ নির্বাচন উপহার দিতে পারবে।
নির্বাচন ভোট প্রদানের অবাধ ও সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। তিনি ভোটারদেরদের উদ্দেশ্যে বলেন, আপনারা আপনাদের জনপ্রতিনিধি নির্বাচনে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিন। মনে রাখবেন এই নির্বাচন হবে সম্পূর্ণ প্রভাবমুক্ত একটি নির্বাচন। আপনার নিজেরা ভোট দিন এবং অন্যদেরকে ভোট দিতে উৎসাহিত করুন।
আলহাজ্ব রফিকুল আলম চুনু আশা প্রকাশ করে বলেন ভোটার -জনতার অংশগ্রহণে আর সংশ্লিষ্টদের দেশ প্রেম ও দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে এই নির্বাচনে ভেড়ামারাবাসী অবশ্যই একটি প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সাক্ষী হতে পারে। তিনি দলীয় নেতা-কর্মীদের উল্লেখ্য আগামী ২১ মে ২০২৪ তারিখে কুষ্টিয়ার ভেড়ামারা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আবু হেনা মোস্তফা কামাল মুকুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবার দ্বারপ্রান্তে রয়েছেন। আর সে কারণে এবার ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha