আজকের তারিখ : নভেম্বর ২৩, ২০২৪, ২:৫২ এ.এম || প্রকাশকাল : মে ১৫, ২০২৪, ১০:১৯ পি.এম
যশোরের কলেজ ছাত্র হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ডাদেশ
যশোরের অভয়নগরে কলেজ ছাত্র নুরুজ্জামান বাবু হত্যা মামলায় দোষী সাব্যস্ত করে আব্দুর রাজ্জাক পাটোয়ারী নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার ১৫ মে খুলনার বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মতিয়ার রহমান এ রায় প্রদান করেন। খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মোঃ মাজাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০২০ সালের ১ জুন রাতে আব্দুর রাজ্জাক পাটোয়ারী কলেজ ছাত্র নুরুজ্জামান বাবুকে তার বাড়ির পাশে আম বাগানে ডেকে চেতনা নাশক মেশানো কোমল পানীয় পান করিয়ে অচেতন করে। অচেতন হওয়ার পর গামছা দিয়ে চোখ বেঁধে তাকে অভয়নগরের পুড়াখালী গ্রামের সরকারি বাওড়ের পাশে নিয়ে নাইলনের রশি গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তার মরদেহ বাওড়ের কচুরিপানার নিচে লুকিয়ে রাখে। পরদিন ২ জুন কলেজ ছাত্র নুরুজ্জামান বাবুর মুঠোফোন থেকে তার বাবাকে কল করে অজ্ঞাত পরিচয়ে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা ২ জুন অভয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। সেই সূত্র ধরে পুলিশ আসামি রাজ্জাক পাটোয়ারীকে আটক করে। আটকের পর তার স্বীকারোক্তি অনুযায়ী ৪ জুন বাবুর মরদেহ বাওড়ের কচুরিপানার মধ্যে থেকে উদ্ধার করা হয়। নিহত নুরুজ্জামান বাবুর বাবা ইমরান গাজী বাদী হয়ে ৪ জুন অভয়নগর থানায় মামলা দায়ের করেন।
সাক্ষ্য-প্রমাণ শেষে বুধবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোঃ মতিয়ার রহমান আসামি রাজ্জাক পাটোয়ারীকে মৃত্যুদণ্ডের আদেশ দেন এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha