আজকের তারিখ : জানুয়ারী ১৬, ২০২৫, ৩:০৭ পি.এম || প্রকাশকাল : মে ১৪, ২০২৪, ১১:৫৮ পি.এম
মালশিরা স্কুলের পরিচ্ছন্নতা কর্মীকে চতুর্থবার শোকজ
রাজশাহীর তানোরের মালশিরা উচ্চ বিদ্যালয়ের আলোচিত কর্মচারি (পরিচ্ছন্নতা কর্মী) সহীদুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। স্কুলের একাধিক শিক্ষার্থী জানান, তার বিরুদ্ধে ছাত্রীকে ইভটিজিং, অফিসের ঘড়ি চুরি, শিক্ষকের টাকা চুরি ও দায়িত্ব অবহেলা ইত্যাদি অভিযোগ রয়েছে। সহীদুলের নানা অপকর্মে শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা অতিষ্ঠ হয়ে উঠেছে।
এদিকে নানা অনিয়মের অভিযোগে সহীদুল ইসলামকে পর পর চার বার কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করেছেন স্কুল পরিচালনা কমিটি। তবে সাধারণ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা সহীদুলের অপসারণের দাবি করেছেন।
একাধিক অভিভাবক জানান, সহীদুলকে বরখাস্ত বা অপসারণ করা না হলে তারা তাদের সন্তানদের আগামিতে এই স্কুলে পড়ালেখা করাবেন না।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, সহীদুলের শোকজ বিষয়ে তিনি অবগত, এ বিষয়ে বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে মালশিরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন বলেন, নানা অনিয়মের কারণে সহীদুলকে একাধিকবার শোকজ নোটিশ দেয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে স্কুলের সভাপতি আলাউদ্দীন আলী প্রামানিক বলেন, ম্যানেজিং কমিটির সকলের সম্মতিক্রমে সহীদুল ইসলামকে চার বার শোকজ নোটিশ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পরিচ্ছন্নতা কর্মী সহীদুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha