আজকের তারিখ : মে ১৭, ২০২৫, ৬:২৮ পি.এম || প্রকাশকাল : মে ১৪, ২০২৪, ১:৪১ পি.এম
ফরিদপুরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

ফরিদপুরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার সকাল ১১ টায় ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে ফরিদপুর সদর উপজেলা পরিষদের হলরুমে উক্ত মেলা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবীর এর সভাপতিত্বে মেলার এ উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম , সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ মনজুরুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার বিষ্ণু পদ ঘোষাল, জেলা ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়।
বাংলাদেশ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে এ বিজ্ঞান মেলাটির আয়োজন করা হয়। মেলায় জেলা ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে ২৭টি স্টলে অংশগ্রহণ কারীরা তাদের উদ্ভাবিত নতুন নতুন বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনীর মাধ্যমে মেলায় অংশগ্রহণ করেন।
এ মেলার মাধ্যমে নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীরা বিজ্ঞান চর্চায় উৎসাহিত হবে বলে সর্বস্তরের জনগণ আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha