আজকের তারিখ : মে ১২, ২০২৫, ৫:৫১ এ.এম || প্রকাশকাল : মে ১৪, ২০২৪, ১২:২৩ পি.এম
ফরিদপুর প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু হচ্ছে আগামীকাল

ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ আগামীকাল বুধবার হতে শহরের শেখ জামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এ বছর প্রতিযোগিতায় মোট আটটি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছে। দলগুলোতে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
সকাল ৯ টায় প্রধান অতিথি থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
এ সময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
প্রতিযোগিতায় প্রত্যেকটা খেলা ৫০ ওভারে অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী খেলায আলহাজ্ব করিম মিয়া স্মৃতি সংঘ খেলবে ক্রিকেট কোচিং ক্লাব (সি) এর বিরুদ্ধে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক গ্রুপের দলগুলো হল
আলহাজ্ব করিম মিয়া স্মৃতি সংঘ, জুনিয়র ক্রিকেট কোচিং ক্লাব (সি), খন্দকার শফিউজ্জামান স্মৃতি সংঘ, ইয়াং টাইগার্স ক্লাব ভাঙ্গা।
খ গ্রুপের দল গুলি হল- পূবালী সংস্থা (জুনিয়র), শেখ রাসেল ক্রীড়া চক্র, চর কমলাপুর ক্রীড়া সংস্থা,ও লক্ষ্মীপুর যুব সংঘ। প্রতিযোগিতার ফাইনাল খেলা আগামী ২ জুন একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha