বিশ্ব মা দিবস উপলক্ষে রাজশাহীর বাঘায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ মে)সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “শেখ হাসিনার বারতা-নারী পুরুষ সমতা”।
সকাল সাড়ে ১১ টায় র্যালী পরবর্তী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতার জনি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আখতার।
সভায় বক্তারা বলেন, গভীর স্নেহ, মমতা আর পৃথিবীর সবচেয়ে অকৃত্রিম ভালোবাসার স্থান হলো মা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আনন্দ-বেদনা-ভয় কিংবা উদ্দীপনা-প্রতিটি মানবিক অনুভূতিতে জড়িয়ে থাকে মায়ের নাম। মধুরতম ডাক হলো মা। দুঃখ কষ্ট ভুলে সন্তানকে আগলে রাখতে মা অনেক কিছু লুকিয়ে রাখেন। তাই সকল মায়ের ঠিকানা যেন বৃদ্ধাশ্রম কিংবা অন্য কোন জায়গায় না হয়। মা- দিবসের সূচনা হয়েছিল প্রাচীন গ্রীসে। সবচেয়ে দামি সম্পদ মা।
উপজেলা প্রতিবন্ধী সাহয্য সহায়ক কেন্দ্রের কর্মকর্তা মুনসুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম, বাঘা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সোয়েব খান, পল্লী উন্নয়ন কর্মকর্তা ইমরান আলী, বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, ব্রাক কর্মকর্তা মমিনুল ইসলাম, শিক্ষার্থী আসমানী খাতুন প্রমুখ। উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেনী পেশার প্রায় শতাধিক মা।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha