আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ৯:৪৮ এ.এম || প্রকাশকাল : মে ১২, ২০২৪, ১:০৯ পি.এম
বোয়ালমারীতে মা দিবস পালিত

মা’য়ের প্রতি অফুরান শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় ফরিদপুরের বোয়ালমারীতে বিশ্ব মা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১২ মে) বেলা এগারোটায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা সহকারি কমিশনার মো. গোলাম রাব্বানী'র সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা শাহানা কাকলী, মৎস কর্মকর্তা মো. জসিম উদ্দীন, সমাজ সেবা কর্মকর্তা কারিজুল ইসলাম, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার আয়েশা খাতুন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ফারুক হোসেন, ক্ষুদ্র কৃষক উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শুধু সন্তান ধারণ, জন্মদান ও প্রতিপালনই নয়, মা হচ্ছেন সন্তানের প্রধান শিক্ষক। সন্তানের শারীরিক ও মানসিক বিকাশসহ জীবনের সফলতা আসে মা’য়ের হাত ধরে। মা’য়ের ঋণ কখনো শোধ হবার নয়। আমাদের সকলের উচিৎ, পরম মমতায় মা’কে আগলে রাখা।
অনুষ্ঠানে উপজেলার স্বপ্নজয়ী পাঁচজন মা’কে সম্মাননা প্রদান করা হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha