ফরিদপুরের নগরকান্দায় বজ্রপাতে আহত শিক্ষার্থীরা হাসপাতাল থেকে চিকিৎসা শেষে মাদ্রাসায় ফিরেছে। তারা সবাই এখন সুস্থ রয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার সকালে তারা হাসপাতাল থেক মাদ্রাসায় যায়। পরে শিক্ষার্থীদের অভিভাবকেরা এসে কিছুদিন বিশ্রামের জন্য বাড়িতে নিয়ে যান।
গত ৬ মে সোমবার সন্ধ্যায় উপজেলা সদরে অবস্থিত মদিনা তুল উলুম মাদরাসার মাঠে বজ্রপাতে আঘাত আনে। এ সময় মাদ্রাসার নূরানী বিভাগের তৃতীয় শ্রেণীর ২১ শিক্ষার্থী আহত হয়। মাদ্রাসার শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে কর্তব্যরত চিকিৎসক ১০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়। বাকি ১১ শিক্ষার্থীকে উপজেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয় ।
মাদ্রাসার শ্রেণী শিক্ষক মোহাম্মদ হোসাইন বলেন, ঘটনার সময় শিক্ষার্থীরা মাদ্রাসার ভবনের বারান্দায় দাড়িয়েছিল। হঠাৎ মাদরাসার মাঠে বজ্রপাতে আঘাত করে। এতে মাদরাসার ২১ শিক্ষার্থী আহত হয়। পরে আহতদের হাসপাতালে ভর্তি করি।
মাদ্রাসার মোহতামিম মাওলানা কারামত আলী বলেন, বৃষ্টি চলাকালীন হঠাৎ করে মাদ্রাসার মাঠে বজ্রপাতে আঘাত লাগে। এ সময় শিক্ষার্থীরা বারান্দায় দাঁড়িয়েছিল। তাই ভয়ে ওরা অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে সবাই সুস্থ রয়েছে। হাসপাতাল থেকে মাদ্রাসায় আসার পর কিছুদিন বিশ্রামের জন্য অভিভাবকের মাধ্যমে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জয়দেব কুমার সরকার বলেন, আহতরা কেউ সরাসরি বজ্রপাতে আঘাত লাগেনি। ওদের নিকট স্থানে বজ্রপাতে আঘাত হওয়ায় অসুস্থ হয়। সবাইকে সঠিক চিকিৎসা দিয়ে সুস্থ করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। কয়েকদিন বিশ্রাম নিলে পুরোপুরি সুস্থ হয়ে যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha