আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে মোট ২৪জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী রয়েছেন।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুল হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান খান বেলায়েত হোসেন, বর্তমান ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, পাঁচুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মিজানুর রহমান, কেন্দ্রীয় আ’লীগ নেতা শেখ তাহিদুর রহমান মুক্ত, বানা ইউনিয়ন যুবলীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আহসানউদ্দৌলা রানা, ইতালী প্রবাসী শেখ আব্দুর রহমান জিকো ও এমডি আবুল খায়ের খান ওরফে বুরুজ।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন-খান আমিরুল ইসলাম,এমডি হুমাউন মোল্যা, তৌকির আহম্মেদ ডালিম, ইয়াছিন মোল্যা. কাজী শাহিদুল ইসলাম সজল, মোরাদ হোসেন ও মমিনুর রহমান সবুজ।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন-বর্তমান নারী ভাইস চেয়ারম্যান লায়লা পারভিন, মনোয়ারা ছালাম. জেলা পরিষদের সাবেক সদস্য বিউটি বেগম, আছিয়া খানম মৌসুমি, বিউটি বেগম, রিনিয়া বেগম, শারমিন আফরোজ সুমি ও দিপালী রায়।
অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রামানন্দ পাল এসব তথ্য নিশ্চিত করে জানান, আলফাডাঙ্গা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ৫ জুন। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ আগামী ১২ মে। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা হবে ১৩ থেকে ১৫ মে। আপিল নিস্পত্তি করা হবে ১৬ থেকে ১৮ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ মে এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ২০ মে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha