কুষ্টিয়ার কুমারখালীতে অজ্ঞাত ব্যক্তির (৫০) বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৯মে,বৃহস্পতিবার সকালে উপজেলার চাপড়া ইউনিয়নের গড়াই নদীর ওপর নির্মিত রেলসেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির এক পায়ে ক্ষত চিহ্ন রয়েছে।
স্থানীয়রা জানান, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির মরদেহ রেলসেতুর নিচে পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
ঐএলাকার বাসিন্দা রঞ্জু শেখ জানান, গতকাল সন্ধ্যা পর্যন্ত এখানে কোনো লাশ ছিল না। আজ সকালে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়।
পোড়াদহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
কুমারখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নুরন্নবী জানান, খবর পেয়ে অজ্ঞাত ওই ব্যক্তির বিবস্ত্র মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। তিনি বলেন, ট্রেনের ধাক্কায় বা ট্রেন থেকে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হতে পারে। নিহত ব্যক্তির এক পা ভেঙে ক্ষত সৃষ্টি হয়েছে। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আকিবুল ইসলাম বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫