প্রথম পর্যায়ের নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সদ্য বিএনপির গোমস্তাপুর উপজেলা সাবেক সদস্য পদ থেকে বহিষ্কৃত মোঃ আশরাফ আলী আলিম আনারস প্রতীকে ৪০ হাজার ৬২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব হুমায়ুন রেজা ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৪০ হাজার ৬১ ভোট।
বুধবার (৮ মে) রাতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অস্থায়ী নির্বাচনী কন্ট্রোল রুমে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার তোফায়েল আহমেদ বেসরকারি ভাবে এই ফলাফল ঘোষণা করেন।
অপরদিকে ভাইস-চেয়ারম্যান পদে হাসানুজ্জামান নুহু টিউবওয়েল প্রতীকে ২৬ হাজার ৫৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মোকসেদুর রহমান টিয়া পাখি প্রতীক নিয়ে পেয়েছেন ১৯ হাজার ৯১২ ভোট।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মোসাঃ মনিরা বেগম সেলাই মেশিন প্রতীকে ২০ হাজার ৫০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোসাঃ সুলতানা খাতুন হাঁস প্রতীকে নিয়ে পেয়েছেন ১৭ হাজার ৩১ ভোট।
এই উপজেলায় ৮৯ টি কেন্দ্রেই সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পর্ন্ন হয়েছে। এই উপজেলায় মোট ভোটারের সংখ্যা ২ লক্ষ ২৬ হাজার ৩০ জন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।