ফরিদপুরের চরভদ্রাসনে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন বুধবার (৮ মে) সকাল ৮ হতে বিকেলে ৪ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় শান্তিপূর্নভাবে ভোট গ্রহনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। এতে উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আনোয়ার আলী মোল্লা আনারস প্রতিকে চেয়ারম্যান পদে (সতন্ত্র) ১৬ হাজার ২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী টেলিফোন প্রতিকের সৈয়দ নিজাম উদ্দিন আহমেদ পেয়েছেন ১০ হাজার ৪ শত ৫৪ ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান প্রার্থী কাউছার হোসেন টিউবওয়েল প্রতিকে ৯হাজার ৭শত ৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দী মোশাররফ হোসেন টিয়া পাখি প্রতিকে পেয়েছেন ৯হাজার ৭শত ১০ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে প্রজাপতি প্রতিকে তানজিনা আকতার ১০ হাজার ৯শত ৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিটতম প্রতিদ্বন্দী কলস প্রতিকে নাজমা বেগম পেয়েছেন ৮হাজার একশত ৩ ভোট।
বুধবার রাত সারে ১০টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম।এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শাহনাজ পারভীন বিথী,উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার কাজী হেকমত আলী,ওসি আব্দুল ওহাব,কৃষি কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ। মোট বৈধ ভোটের সংখ্যা ২৮৮৮১,বাতিলকৃত ভোট ৫১৯,সর্বমোট প্রদত্ত ভোট ২৯৪০০,প্রদত্ত ভোটের শতকরা হার ৪৬.৫৯%।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha