আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ১:৫৩ এ.এম || প্রকাশকাল : মে ৪, ২০২৪, ১১:৫৪ এ.এম
ফরিদপুরে বিপুল পরিমাণ নকল জুস, আইসবার, চকলেট কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা

শনিবার দুপুরে অতিরিক্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুজিবুল ইসলামের নের্তৃত্বে শহরের মাহমুদপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল শিশু খাদ্য কোমল পানিও, জুস ও ঔষধ জব্দ করে ভ্রাম্যমান আদালত।
দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র নকল ঔষধ ও শিশুখাদ্য তৈরী করে বাজারজাত করছে এমন অভিযোগ ছিল প্রশাসনের কাছে। চক্রটির সন্ধানে বেশ তৎপর ছিল জেলা প্রশাসন। অবশেষে আজ দুপুুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের মাহমুদপুর এলাকার বিসমিল্লাহ শাহ দরগার পাশে নুরুজ্জামান মোল্যার বাড়ীতে অভিযান চালানো হয়। সেখানে প্রায় ৫ হাজার পিচ বিভিন্ন ধরনের জুস (ড্রিংকস), চকলেট, কোমল পানীয় ও ঔষধ জব্দ করা হয়। যার কোন বৈধতা নেই। অভিযানের খবর পেয়ে সেখান থেকে কারখানার মালিক পালিয়ে যেতে সক্ষম হয়।
০৪ ড্রাম ভর্তি পানীয়, ০৭ হাজার লেভেল, খালী বোতল ৫ হাজার, ৪ হাজার চকলেট, রোবো লেভেল ৩ হাজার, স্পিড রোবো লেভেল ১০ হাজার।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক মুজিবুল ইসলাম জানান, কেমিকেল দিয়ে পানি মিশিয়ে নকল জুস ও গরম থেকে বাঁচতে নকল ওষুধ কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল শিশু খাদ্য ও ঔষধ জব্দ করা হয়েছে। এ বিষয়ে কঠোর আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
এ সময় পুলিশের একটি টিম ও স্যানেটারী ইন্সপেক্টর বজলুর রশিদ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha