কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচন নিয়ে শিক্ষক মহলে নানা শুঞ্জন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে দৌলতপুর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নতুন এমপিওভূক্ত প্রভাষক কে এম ইকবাল হোসেন (হাবিব) শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হওয়ায় খোদ দৌলতপুর কলেজের সিনিয়র শিক্ষকসহ দৌলতপুরের সর্বস্তরের শিক্ষকদের মাঝে তীব্র ক্ষোভ ও নানা গুঞ্জনের সৃষ্টি হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে আলোচনা সমালোর ঝড়।
দৌলতপুর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক কে এম ইকবাল হোসেন (হাবিব) অনার্স শিক্ষক হিসেবে দৌলতপুর কলেজে যোগদেন। তৃতীয় শিক্ষক নিয়োগ নীতিমালা না মেনে অবৈধভাবে তাকে ডিগ্রি পর্যায়ে নিয়োগ দেখিয়ে ২০২৩ সালে এমপিওভূক্ত করা হয়। শ্রেণীকক্ষে পাঠদানের ক্ষেত্রেও তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের।
এছাড়াও কে এম ইকবাল হোসেন (হাবিব) ৬টি বিয়ে করে দৌলতপুরে বহু বিবাহের নজির সৃষ্টিকারী হিসেবে চিহ্নিত হয়েছেন। শুধু তাই নয় একাধিক পরকীয়া সম্পর্কে জড়িয়েও তিনি সামাজিকভাবে ঘৃণিত ও নিন্দিত হয়েছেন বার বার। এতকিছুর পরও কে এম ইকবাল হোসেন (হাবিব) শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হওয়ায় শিক্ষক সমাজের জন্য চরম অপমানজনক বলে মন্তব্য করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সচেতনমহল।
নাম প্রকাশ না করার শর্তে দৌলতপুর কলেজের একাধিক সিনিয়র ও গুনী শিক্ষক দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, দৌলতপুর কলেজে কি আর কোন শিক্ষক ছিলনা যে একজন চরিত্রহীন শিক্ষককে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করতে হবে। এটা গোটা শিক্ষক সমাজের জন্য লজ্বা ও অপমানের। একই অভিব্যক্তি দৌলতপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের।
শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনের বিষয়ে দৌলতপুর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনের উপ-কমিটির মাধ্যমে কে এম ইকবাল হোসেন শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন।
তবে কোন আবেদনকারী না থাকায় তিনি নির্বাচিত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।মানুষ গড়ার কারিগর ও জাতির বিবেক হলেন শিক্ষক সমাজ। আর এ সমাজের চরিত্রহীন ও বহুবিবাহের অধিকারী কোন ব্যক্তি শ্রেষ্ঠ হলে শিক্ষা দপ্তরের প্রতি আস্থা হারাবে শিক্ষক সমাজ। তাই সঠিক যাচাই বাছাই ও বিচার বিশ্লেণ করে শ্রেষ্ঠত্ব দেওয়ার দাবি শিক্ষকদের।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫