আজকের তারিখ : নভেম্বর ২১, ২০২৪, ১১:৫৩ পি.এম || প্রকাশকাল : মে ২, ২০২৪, ৩:৪৯ পি.এম
পাবনার চাটমোহরে ভর্তুকি মূল্যে কম্বাইন হার্ভেস্টার বিতরণ
পাবনার চাটমোহরে খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকি মূল্যে কম্বাইন হার্ভেস্টার যন্ত্র বিতরণ করা হয়েছ। বৃহস্পতিবার (২ মে) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কম্বাইন হার্ভেস্টার বিতরণ করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ রোকনুজ্জামান উপজেলা বিলচলন ইউনিয়নের কৃষক শামসুল হোসেনের হাতে ভর্তুকি মূল্যে কম্বাইন হার্ভেস্টার তুলে দেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদওয়ানুল হালিম, উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানিয়া আক্তার ও কবুতা কোম্পানির প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা এ মাসুম বিল্লাহ জানান, সরকার কৃষিক্ষেত্রে যান্ত্রিকীকরণ জোরদার করতে ৫০% ভর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করছেন। এর অংশ হিসেবে চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের চরসেন গ্রামের কৃষক শামসুল হোসেনকে কম্বাইন হার্ভেস্টার বিতরণ করা হয়েছে। এ যন্ত্রের সাহায্যে একই সাথে ধান ও গম কাটাই ও মাড়াই করা যায়। এতে করে কৃষকের শ্রম এবং সময় উভয়ের সাশ্রয় হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha