আজকের তারিখ : এপ্রিল ৮, ২০২৫, ৩:৪৮ পি.এম || প্রকাশকাল : এপ্রিল ৩০, ২০২৪, ৬:১৩ পি.এম
নাটোরে হিট স্ট্রোকে দুই বৃদ্ধের মৃত্যু

নাটোরে হিট স্ট্রোকে দুই বৃদ্ধের মত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নাটোর সদর উপজেলার বড় হরিশপুরে আব্দুল মান্নান ও নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের উজানপাড়া গ্রামের খায়রুল ইসলাম নামের এক প্রবাসীর মৃত্যু হয়। নাটোরের সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নাটোরের সিভিল সার্জন ডাঃ মশিউর রহমান ও নিহতদের পরিবারের সদস্যরা জানান,প্রচন্ড তাপদাহের মধ্যে আব্দুল মান্নান তার নিজ বাড়ীতে কাজ করছিলেন। এ সময় মই নিয়ে উপরে উঠতে গেলে মাথা ঘুড়ে পড়ে গিয়ে অসুস্থ্য হয়ে পড়েন তিনি।
পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত নাটোর সদর হাসপাতালে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের উজানপাড়া গ্রামের সৌদি প্রবাসী খায়রুল ইসলাম ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা তুলতে গিয়ে প্রচন্ড তাপে অসুস্থ হয়ে পড়েন।
পরে স্থানীয়রা অসুস্থ্য অবস্থায় তাকে উদ্ধার করে খাজুরা বাজারে পল্লী চিকিৎসক খোরশেদ আলমের কাছে নিয়ে যান। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha