আজকের তারিখ : এপ্রিল ২১, ২০২৫, ১২:১৩ এ.এম || প্রকাশকাল : এপ্রিল ২৮, ২০২৪, ৪:৪১ পি.এম
ফরিদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে নয়টায় ফরিদপুর জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা ও দায়রা জজ মোঃ আকবর আলী শেখ এর সভাপতিত্বে এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর পূর্বে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর একটি রেলি রেলি শহর প্রদক্ষিণ করে। এটি শহর প্রদক্ষিণ শেষে জেলা আইনজীবী সমিতির কনফারেন্স রুমে এসে পৌছলে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোর্শেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সালাউদ্দিন আহমেদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের হাফিজুর রহমান, জেলা অতিরিক্ত জেলা ও দায়রা প্রথম আদালত অশোক কুমার দত্ত, সহ জেলা লিগ্যাল এইড কমিটি এর সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এবারের দিবসের তাৎপর্য ছিল 'স্মার্ট লিগাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের কর্মসূচি পালন করা হয় ।
অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা আর্থিকভাবে অসচ্ছল, অসহায় সম্বলহীন বিচারপ্রার্থী জনগণ সরকারি খরচে আইনি সহায়তা পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha