আজকের তারিখ : এপ্রিল ৭, ২০২৫, ১০:৪৬ পি.এম || প্রকাশকাল : এপ্রিল ২৮, ২০২৪, ৪:৩১ পি.এম
ভেড়ামারা সাংবাদিক কন্যা আসমাউল জান্নাত চিত্রাংকন প্রতিযোগিতায় বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন

সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি কাচার আসরে বিডি চাইন্ড ট্যালেন্ট বেস্ট চাইল্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ভেড়ামারা উপজেলার দৈনিক সমকাল পত্রিকার সাংবাদিক আজিজুল হাকিমের কনিষ্ঠ কন্যা আসমাউল জান্নাত চিত্রাংকন প্রতিযোগিতায় গতকাল শনিবার অংশগ্রহণ করে বেস্ট অ্যাওয়ার্ডে পুরস্কৃত ও সনদ প্রাপ্তি লাভ করেছে।
আসমাউল জান্নাতের প্রতিভার এই অগ্রযাত্রার পথচলা আরো বিকশিত হোক। সকলের কাছে দোয়া কাম্য।
বিডি চাইল্ড ট্যালেন্টের সাধারণ সম্পাদক বিপ্রজিৎ চন্দ জানান, সারা বাংলাদেশ থেকে ১৫০জন প্রতিভাবান শিশুকে নির্বাচিত করা হয়েছে। সেখান থেকে জনপ্রিয় ও প্রতিভাবান ১০ জন শিশুকে সেরা শিশুশিল্পী, ১৫ জন শিশুকে বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হয়। এছাড়াও বিডি চাইল্ড ট্যালেন্ট আয়োজিত প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত ৭৬ জন প্রতিভাবান শিশুকে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিডি চাইল্ড ট্যালেন্টের সাথে যুক্ত ২০০ অধিক শিশু এবং তাদের অভিভাবক সরাসরি অংশগ্রহণ করবেন।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার) মোবাইল: 01728 311111
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha