ফরিদপুরের সদরপুরে বৃষ্টি প্রার্থনায় ইসতিসকার নামায আদায় ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। ২৭ এপ্রিল শনিবার বেলা ১১ টায় সদরপুর স্টেডিয়াম মাঠে গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহ, খরা ও অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে মহান আল্লাহর রহমত লাভের আশায় ইসতিসকার নামাজ আদায় ও বিশেষ মুনাজাত করা হয়। বিপুল সংখ্যক মুসল্লীর উপস্থিতিতে বৃষ্টি প্রার্থনার বিশেষ এ নামাজের ইমামতি করেন এবং নামাজ শেষে খুতবা ও বিশেষ মুনাজাত পরিচালনা করেন সদরপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম ও সদরপুর উপজেলা মুফতী বোর্ডের সভাপতি মুফতী মুহাম্মাদ জাকির হুসাইন ফরিদী।
নামাজের পূর্বে ইসতিসকার নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বিশেষ বয়ান পেশ করেন সদরপুর উপজেলা পরিষদ জামে মসজিদের আলহাজ্ব মাওলানা মো: আমির হোসেন। আরও উপস্থিত ছিলেন সদরপুর এতিমখানা মাদ্রাসার শিক্ষক মুফতি মাহদি হাসান সহ বিভিন্ন মসজিদের ইমামগণ।
তীব্র রোদ উপেক্ষা করেও ইসতিসকার নামাজে অংশগ্রহণ করে মুনাজাতে মুসল্লিগণ আল্লাহর নিকট প্রার্থনা করে কান্নায় ভেঙে পড়েন। মুনাজাতে মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে দেন এবং তওবা ও ক্ষমাপ্রার্থনা করেন। এ সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি এবং বিশ্ব মুসলিমের শান্তি ও নিরাপত্তার জন্যও প্রার্থনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এ. এস.এম
মুরসিদ, মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।