কুষ্টিয়া শহরে রিকশা-ভ্যান চালকদের মধ্যে ক্যাপ-স্যালাইন-পানি বিতরণ করেছে কুষ্টিয়া নাগরিক কমিটি। চলমান তাপপ্রবাহের মধ্যে তারা যাতে কিছুটা হলেও রক্ষা পায় সেজন্য এ সহায়তার হাত বাড়িয়েছেন বলে জানিয়েছেন তারা।
শহরের এনএস রোডে মুজিব ভাস্কর্য মোড়ে বুধবার দুপুর ১২টার সময় ক্যাপ-স্যালাইন-পানি বিতরণ কার্যক্রম শুরু করেন নাগরিক কমিটির নেতারা। এ সময় কমিটির সভাপতি অধ্যাপক ডা. মুসতানজিদ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সেলিম তোহা, আব্দুল খালেক, শাসসুল ওয়াসেসহ নেতারা বিতরণ কার্যক্রমে অংশ নেন। তারা রাস্তায় নেমে চলতি পথে রিকশা-ভ্যান-অটো চালকসহ শ্রমিক শ্রেণির মানুষকে এসব উপকরণ রিতরণ করেন।
নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মুসতানজিদ বলেন, তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে গরমে কেউ অসুস্থ হয়ে পড়লে তারা চিকিৎসার ব্যবস্থাও করবে। সামান্য উদ্যোগ নিয়ে হলেও সবাইকে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha