আজকের তারিখ : ফেব্রুয়ারী ৫, ২০২৫, ১১:৫৫ পি.এম || প্রকাশকাল : এপ্রিল ১৮, ২০২৪, ৮:০১ পি.এম
ফরিদপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ৫
ফরিদপুরের কৈজুরী ইউনিয়নের সোমেশপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন।
জানা গেছে আজ বৃহস্পতিবার আনুমানিক বিকেল পাঁচটায় ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের সমেশপুর এলাকায় ফরিদপুর থেকে সালথাগামী একটি হাইস মাইক্রোবাস (যার নম্বর -ঢাকা মেট্রো- চ ১৬-০৭৪৫) এর সাথে বিপরীত দিক হতে আসা।একটি যাত্রীবাহী মহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে হয় ।
এ ঘটনায় আহতরা হলেন মাহিন্দ্র চালক ১) সিদ্দিক মোল্লা (৫৫) ,পিতা- জীবন মল্লিক সাং- সালথা বাজার থানা- সালথা জেলা- ফরিদপুর; ২) খন্দকার জিল্লুর হক সুমন(৪০) পিতা- মৃত খন্দকার সামসুল হক সাং -কাফুরা থানা -কোতোয়ালি জেলা -ফরিদপুর; ৩) এমদাদ (৫০) পিতা- মৃত তারা যুথি, সাং-ঘোড়াদাহ থানা- কোতোয়ালি জেলা -ফরিদপুর; ৪) লাইজু (৩৮) পিতা -মো নুরুল ইসলাম ব্যাপারী সাং -সাদীপুর থানা -কোতোয়ালি জেলা -ফরিদপুর; ৫) আক্তারুজ্জামান হিমু (৫৭), পিতা-মৃত সিরাজ উদ্দিন মোল্লা, সাং -ভাওয়াল, থানা -সালথা, জেলা - ফরিদপুর আহত হয়।
পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬-১৫ মিনিটে ঘটিকার সময় এমদাদ (৫০) পিতা- মৃত তারা যুথি সাং-ঘোড়াদাহ থানা- কোতোয়ালি, জেলা - ফরিদপুর মৃত্যুবরণ করেন।
এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য অপর একজনকে জনকে ঢাকায় প্রেরন করা হয়েছে। বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ০৩ জন চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনা কবলিত হাইস মাইক্রোবাস ও মাহেন্দ্র স্থানীয় কোতোয়ালি থানা পুলিশ হেফাজতে নিয়েছেন। এ সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha