আজকের তারিখ : জানুয়ারী ২৪, ২০২৫, ৯:৪৫ এ.এম || প্রকাশকাল : এপ্রিল ১৮, ২০২৪, ৬:৫০ পি.এম
খোকসায় প্রাণিসম্পদ প্রদর্শনী আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে এমপি আব্দুর রউফ
কুষ্টিয়ার খোকসায় 'প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাণিসম্পদ প্রদর্শনী আলোচনা সভা পুরস্কার বিতরণ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রাণী প্রদর্শনী আলোচনা সভা পুরস্কার বিতরণ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ খোকসা কুমারখালী সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহীনা বেগম।এ সময় উপস্থিত ছিলেন খোকসা পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, থানা অফিসার ইনচার্জ আননুর যায়েদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক প্রমুখ।
মেলায় ৩৫টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারীগণ বিভিন্ন জাতের গরু-ছাগল, ভেড়া,গাড়ল ঘোড়া, হাঁস-মুরগি, কবুতর, বিভিন্ন ধরনের পশুপাখি প্রদর্শন করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন, তিনি প্রাণিসম্পদ উন্নয়নের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন যার ফলে বর্তমান বাংলাদেশ মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছেন এবং দুধ উৎপাদনেও বিশেষ ভূমিকা রেখেছেন।
তিনি প্রাণীর সম্পদের কর্মকর্তাদের বলেন আপনারা মাঠে গিয়ে জনগণের কল্যাণের জন্য কাজ করবেন তাহলে সরকারের যে পদক্ষেপ গ্রহণ করেছেন তা বাস্তবায়িত হবে। তিনি সরকারের উন্নয়নের সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ (লিটু সিকদার), মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha