আজকের তারিখ : জুলাই ১৬, ২০২৫, ১০:৩০ এ.এম || প্রকাশকাল : এপ্রিল ১৮, ২০২৪, ৬:২১ পি.এম
লালপুরে প্রেমিককে কুপিয়ে জখম, প্রেমিকা আটক

নাটোরের লালপুরে বিয়ে করতে রাজি না হওয়ায় এমদাদুল ইসলাম (৩৪) নামের এক প্রেমিক যুবককে কুপিয়ে জখম করেছে প্রেমিকা। এঘটনায় মনি (২৭) নামের এক প্রেমিককে আটক করেছে লালপুর থানার পুলিশ।
১৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে লালপুর সদরের পুরাতন বাজার এলাকায় এঘটনা ঘটে। আহত ওই যুবক উপজেলার রামানান্দপুর গ্রামের মৃত সের আলীর ছেলে। জানা যায়,উপজেলার রামানান্দপুর গ্রামের মনি (২৭) সঙ্গে পরকিয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে যান এমদাদুল ইসলাম।
৬ মাস আগে ওই প্রেমিক যুগলকে আপত্তিকর অবস্থায় আটক করে এলাকাবাসী। পরে এক সপ্তাহের মধ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক কৌশলে পালিয়ে যায়। ঈদে বাড়ীতে এলে পূর্ব শত্রুতার জেরে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মনি ও তার বাবাসহ ৫/৬ জন মিলে সিএনজিচালিত অটোরিশাতে উঠিয়ে নিয়ে গেয়ে এমদাদুলকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। লালপুর থানার ওসি নাছিম আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha