সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে খোরশেদ আলম সুজনকে অভিনন্দনের বার্তায় ভরে গিয়েছিলো ফেসবুক। চট্টগ্রাম অঞ্চলের রাজনীতি সচেতন মহলে সিডিএ তথা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজনকে নিয়োগ দেয়া হয়েছে এমন গুন্জন অনেকটাই কনফার্ম ছিলো। চট্টগ্রামের অনেক এমপি মন্ত্রীও বিষয়টি নিশ্চিত করেছিলেন বলে রাজনৈতিক মহলে আলোচনায় ছিলো।
কিন্তু ঈদের পর হঠাৎ আবার শোনা যাচ্ছে বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছের নাম। বুধবার (১৭ এপ্রিল) একইভাবে অনেকের অভিনন্দন বার্তা ভাসতে দেখা যায় বীর মুক্তিযোদ্ধা ইউনুছকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। খোরশেদ আলম সুজন ও মোঃ ইউনুছ দুজনের সাথে যোগাযোগ করা হলে দুজনেই বিষয়টি অতিরঞ্জিত প্রচার বলে মন্তব্য করেছেন।
জানতে চাইলে বীর মুক্তিযোদ্ধা ইউনুছ জানান, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি নই। ফেসবুকে কেন এতো অভিনন্দন বার্তা, কেমন লাগছে এমন অভিনন্দন জানতে চাইলে তিনি বললেন নিশ্চিত না হয়ে কেউ কেউ অতি উৎসাহিত হয়ে এ গুলো করছে। তবে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউনুছকে নতুন চেয়ারম্যান করা হচ্ছে।
এর আগে ৪ এপ্রিল খোরশেদ আলম সুজন সৌদিয়া আরবে অবস্থানকালীন সময়ে অভিনন্দনের বার্তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, চাঁদ উঠলে সকলেই দেখবে। আর বেশি কিছু মন্তব্য করবো না।
উল্লেখ্য, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের মেয়াদ ২৪ এপ্রিল ২০২৪ পর্যন্ত। ইউনুছকে মরহুম জননেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিতি রয়েছে বলে জানা যায়।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ মুরসিদ আহমেদ সিকদার, মোবাইল : 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর, ই-মেইলঃ [email protected]
Copyright © August, 2020-2025 @ Daily Somoyer Protyasha